তরপুরচন্ডী ইউনিয়ন ডাঃ দীপু মনির নৌকা মার্কার উঠান-বৈঠক

এম.এম কামাল : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বিরামহীন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন রাসেল গাজী বাড়ির উঠান বৈঠকে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, নৌকায় ভোট দিয়েছেন বলে মেঘ না’র ভাঙ্গন থেকে বাড়িঘর রক্ষা হয়েছে। বঙ্গবন্ধুকে ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। শেখ হাসিনার নৌকাকে ভোট দিয়ে আমরা গত ১৫ বছর চাঁদপুর সহ সারাদেশে উন্নয়ন পেয়েছি। চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ইমাম হোসেন রাসেল গাজীর বাড়ীর সামনে নৌকা মার্কার উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, চাঁদপুর-৩ হাইমচর এলাকায় মেঘনা’র ভাঙ্গন ছিল বড় ধরণের সমস্যা। সেটি সমাধান হয়েছে। এই আসনে নৌকার আগে আরো এমপি ছিল। যারা ওই সময় এমপি হয়েছে, তারা রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা কোন কিছুরই উন্নয়ন করেনি।
যেহেতু উন্নয়ন করেনি, তাহলে নৌকা ছাড়া অন্য কারো কথা আমরা বলতে পারিনা।

তিনি বলেন, এখন স্কুলগুলো অনেক সুন্দর এবং পাকা। ছেলে-মেয়ের খুবই মনোরম পরিবেশে পড়া লেখা করতে পারে। প্রত্যেকের বাড়ীর সামনে পাকা রাস্তা। পাকা ছাড়া খুব কমই রাস্তা আছে। আমাদের মা-বোনেরা আগের চাইতে অনেক ভাল আছেন। শেখ হাসিনা সরকার দেশে অনেক উন্নয়ন করেছে।চাঁদপুরও অনেক উন্নত হয়েছে। আমরা চাই উন্নয়ন এবং ভালো থাকতে। আমরা এখন যেমন আছি, আমরা চাই আমদের শন্তানরা আরো ভাল থাকবে।

আমাদের আসনে প্রায় ৫ লক্ষ ৯ হাজার ভোটার সবার কাছে এ অল্প সময় আমি যাইতে না পারলেও আপনারা আমার হয়ে নৌকা মার্কায় ভোট চাইবেন এবং সবাই কে আমার সালাম পৌঁছে দিবেন, আগামী ৭ জানুয়ারি প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। এবার অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসব মূখর নির্বাচন হবে।

শেখ হাসিনা আমাদের চাঁদপুরে অনেক কিছু দিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞা জানাতে চাই। আমাদেরকে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ^বিদ্যালয়, মেরিন একাডেমি, নার্সিং ইনস্টিটিউট, মৎস্য ইনস্টিটিউসহ নদীর রক্ষার বাঁধ করে দিয়েছেন এবং শহর রক্ষা বাঁধ করে দিচ্ছেন, আধুনিক নদী বন্দর হচ্ছে। কোন কিছুই বাদ রাখেননি শেখ হাসিনা। শেখ হাসিনাকে কৃতজ্ঞা জানাতে হলে ৭-জানুয়ারী বিপুল ভোটে নৌকাকে জয়ী করতে হবে।
তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইমাম হোসেন রাসেল গাজীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সভপতি আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির সদস্য আইয়ুব আলী বেপারী, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না, জেলা কৃষক লীগের আহবায়ক আজিজ খান বাদল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট হেলাল হোসাইন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ান কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সদ্দাম হোসেন প্রচারণার সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাহিদা বেগম । সভা পরিচালনায় ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ঈমাম হোসেন রাসেল, সাধারণ সম্পাদক আঃ লতিফ বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মাসুদ গাজী, যুগ্ম আহবায়ক মোরশেদ কবির গাজী, আঃ সোবহান গাজী, আওয়ামী লীগ নেতা মেম্বার কবির, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জাকির হোসেন রনি, যুগ্ম আহবায়ক শাহিন আরাফাতসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সকাল ১০ টায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড খন্দকার বাড়িতে উঠান বৈঠকে তিনি বক্তব্য রাখেন, সকাল ১১ টায় ইউনিয়নের সেনের দীঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এরপর ইউনিয়নের কাজী বাড়ির উঠান বৈঠক তিনি বক্তব্য রাখেন, পরে

ইউনিয়নের বড় মিজি বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়, কাশিম বাজার বালুর মাঠে উঠান বৈঠক এবং ৫ নং ওয়ার্ড ডাঃ রফিক এর বাড়িতে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তিনি চেয়ারম্যান ঈমাম হোসেন রাসেল গাজীর বাড়িতে পরিবারের সাথে কুশল বিনিময় করেন, ৮ নং ওয়ার্ড দুদু খান মেম্বারের বাড়িতে উঠান বৈঠক, বিকালে আনন্দ বাজার আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল পথসভায় বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর