নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার উঠান বৈঠক

সমির ভট্টাচার্য্য : চাঁদপুর-২ আসনের নৌকা প্রতিকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো নৌকায় ভোট দিন আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চেয়ে মায়া চৌধুরী আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করতে হবে। কোনভাবে যেন আচরণবিধি লঙন না হয়। তাই আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আমি মতলবকে স্মার্ট মতলব রূপান্তরিত করবো ইনশাল্লাহ । ভোটারদের বুঝিয়ে ভোট কেন্দ্রে এনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

২৬ ডিসেম্বর বিকেল ৩ টায় ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে নায়েরগাঁও বাজারে নৌকা প্রতিকের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি চাঁনমিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছোট ছেলে রাসেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লেয়াকত হোসেন সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, প্রধান, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন,

জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আখিঁ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা,

জেলা ছাত্রলীগের সহ সভাপতি আশ্রাফুল আলম সোহাগ, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক সুমন তালুকদার, সেচ্ছা সেবকলীগ নেতা ডাঃ ওমর ফারুক কুকিল, যুবলীগ নেতা ও ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রিপব মিয়া, সেচ্ছা সেবকলীগ নেতা কিশোর কুমার পাল লিটন, শ্রমিকলীগ নেতা মালেক মিয়া, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ প্রমুখ ।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল পাটোয়ারী নিলয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাউছার আলম পান্নাসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা । এছাড়াও মঙ্গলবার সকাল ১১টায় নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নন্দিখলা মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়েছে ।

সম্পর্কিত খবর