চাঁদপুরে বড় দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

স্টাফ রির্পোটার : খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

২৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় চাঁদপুর ব্যাপ্টিষ্ট চার্চে গিয়ে মন্ত্রী তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন,আমাদের এই বাংলাদেশ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত।আমাদের এই দেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। যেখানে সকল ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবে।সবাই মিলে আমরা এক সাথে এগিয়ে যাবো। সবার প্রতি সবার যে সম্প্রীতির বার্তা রয়েছে তা যেন আমারা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সকলের প্রতি অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা রইলো।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান,

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,চাঁদপুর পৌর আওয়ামী লীগ নেতা সঞ্জিত পোদ্দার,ব্যাপ্টিষ্ট চার্চের পালক রসি বর্মন, সম্পাদক সুভাষ মন্ডল।অনুষ্ঠান পরিচালনা করেন লিন্ডা লিসা আলম।

সম্পর্কিত খবর