খাদেরগাঁও ইউনিয়নে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার উঠান বৈঠক

সমির ভট্টাচার্য্য : চাঁদপুর-২ আসনের নৌকা প্রতিকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আগামী ৭ জানুয়ারী হরতাল নৈরাজ্যের সৃষ্টি করে এবং আন্দোলনের নামে অবরোধ ডেকে নির্বাচন পন্ড করতে চাইছে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি-জামায়েত। এমন কিছু করতে চাইলে আওয়ামী লীগ বসে থাকবে না। নির্বাচন যেভাবে সুষ্ঠ এবং নিরপেক্ষ হয় সেভাবেই কাজ করবে আওয়ামী লীগ।

নৌকা মার্কায় ভোট চেয়ে মায়া চৌধুরী আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করতে হবে। কোনভাবে যেন আচরণবিধি লঙন না হয়। নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি মেনেই আমাদের কাজ করতে হবে। আমার হাত ধরেই মতলবসহ এই খাদেরগাঁও ইউনিয়নের ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। তাই আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এই মতলবকে আমি স্মার্ট মতলবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।

কারো সাথে কোন প্রকার ঝগড়া বিবেধ না করে নির্বাচনের দিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বুঝিয়ে ভোট কেন্দ্রে এনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে ইউনিয়নের লামচরি বউ বাজারে নৌকা প্রতিকের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি সৈয়দ মন্জুর হোসেন রিপনের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, লামচরি আশ্রমের সভাপতি শংকর রাও নাগ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আখিঁ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহির সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল প্রমুখ।

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিয়াজীর যৌথ উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন কালু, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার প্রধান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রধান, ইউপি সদস্য তাপস চন্দ্র সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজী প্রমুখ।

এদিকে সোমবার সকালে নারায়ণপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। এসময় উপজেলা ও নারায়ণপুর পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর