চাঁদপুর পৌর এলাকা ও কল্যাণপুরে ডা. দীপু মনির ব্যাপক গণসংযোগ

এম.এম কামাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বিরামহীন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় তিনি রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড বাবুরহাট বাজারে ব্যবসায়ীদের ভোট প্রার্থনা করেন, পরে সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্র কমিটির আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরে তিনি ইউনিয়নের কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মমিন মেম্বারের বাড়ির উঠোন বৈঠক, নজির গাজীর বাড়ির উঠোন বৈঠক, বাবুরহাট বাজারে গণসংযোগসহ বেশ কয়েকটি পথসভা করেছেন।

এসব অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আপনারা বারবার ভোট দিয়েছিলেন বলেই আমি আপনাদের সেবা করতে পেরেছি। চাঁদপুরে অপার সম্ভাবনা রয়েছে। এ চাঁদপুর একসময় ব্যবসা ও শিল্পের জনপদ ছিল। সেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দরকার। অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। আমাদের শহর রক্ষা বাঁধ ১৯৭২ সালে করা হয়েছিল। এরপর আর স্থায়ী বাঁধ হয়নি। প্রধানমন্ত্রী ৮২৭ কোটি টাকার উপর বরাদ্দ দিয়েছেন স্থায়ী বাঁধের জন্য। আধুনিক নৌ বন্দরের কাজ শুরু হয়েছে।

নৌকা উন্নয়নের প্রতীক উল্লেখ করে ডা: দীপু মনি বলেন, আপনারা নৌকায় ভোট দিলে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। উন্নয়ন অব্যাহত থাকবে। গত ১৫ বছরের দিকে তাকিয়ে দেখুন-বর্তমান সময়ে দেশের প্রতিটি অঞ্চল কতটা আমূল পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধুর মেয়ে বলেই দেশের মানুষের কথা সব সময় ভাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় আজ এক অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। মেডিকেল কলেজ, হাইমচরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মেরিন একাডেমি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আমার প্রত্যেকটি অঞ্চলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাস সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। এখন সবার হাতে হাতে মোবাইল। বর্তমান সরকার মোবাইলের মাধ্যমে সেবা সবার হাতে হাতে পৌছে দিচ্ছেন।

কল্যাণপুর ইউনিয়নে প্রচারণা শেষে বিকেলে চাঁদপুর পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড এবং সন্ধ্যায় আইনজীবী ও শীল সমিতির নেতাদের সাথে মতবিনিময় করেন দীপু মনি।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সভপতি আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির সদস্য আইয়ুব আলী বেপারী, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না, জেলা কৃষক লীগের আহবায়ক আজিজ খান বাদল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসাইন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ান কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সদ্দাম হোসেন প্রচারণার সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ খান দুদু, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান, যুব লীগের আহবায়ক গাজী শাহাবুদ্দিন, যুগ্ম আহবায়ক এস এম সুমন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামাল গাজী, সাধারণ সম্পাদক দীন ইসলাম বাবু, মহিলা আওয়ামী রীগ সভাপতি জোৎসা বেগম, সন্ধ্যা রানী, যুগ্ম সম্পাদক আমেনা বেগম, ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক ওমর ফারুক সুমন প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর