মতলব দক্ষিণে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গোলাম সারওয়ার সেলিম / সমীর ভট্টাচার্য বলু:   মতলব পৌরসভার মেয়র ও  পৌর আওয়ামী লীগের সভাপতি  আওলাদ হোসেন লিটন বলেন,জেলার প্রতম্ত অঞ্চলের বস্তুনিষ্ঠ  সংবাদ প্রকাশের মাধ্যমে সর্বমহলে পাঠকপ্রিয়তা অর্জন করেছে দৈনিক চাঁদপুর খবর।দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৭ বছর পূর্তি ও ১৮ বছরে পদার্পন উপলক্ষে গত ২১ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় মতলবের  কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের কচিকাচা মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন।

তিনি আরো বলেন,পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ।সাংবাদিকদের সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করলে সমাজ, জাতি এবং দেশ অপকৃত হয়। একটি ভুল এবং  মিথ্যা সংবাদের কারনে যেন একটি পরিবার ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য তিনি আরো বলেন,এলাকার নানা সমস্যা, জনগণের দূর্ভোগ,সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে গঠনমুলক সংবাদ প্রকাশ করলে জাতি উপকৃত হবে। ব্যক্তি আক্রোশ মুলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহবান জানান মেয়র আওলাদ হোসেন লিটন।

দৈনিক চাঁদপুর খবরের মফস্বল সম্পাদক এসএম কামালের সভাপতিত্বে ও পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার  গোলাম সারওয়ার সেলিম ও উপজেলা প্রতিনিধি সমীর ভট্টাচার্য বলুর পরিচালনায়  বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক  সভাপতি ও মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন।,মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ বাদল।

এসময় উপস্থিত ছিলেন মতলব কচিকাঁচা মেলার সভাপতি  মাকসুদুর হক বাবলু, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সভাপতি আকতার হোসেন,সাবেক সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন,

সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,  সোবহান ফারুক, সদস্য লোকমান হোসেন হাবীব  মাকসুদ আহমেদ মালেক,

সাবেক দপ্তর সম্পাদক মান্নান খান,সাবেক প্রচার সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, কালবেলার মতলব দক্ষিণ প্রতিনিধি চয়ন ঘোষ,আদি বাংলা প্রতিনিধি তাসকিন আহমেদ দিপু  আজকের মতলব প্রতিনিধি রতন চক্রবর্তী, জনপদ প্রতিনিধি ভট্টাচার্য। পরে প্রধান অতিথি ও অতিথি বৃন্দ কেক কাটেন।

সম্পর্কিত খবর