চাঁদপুর মেঘনা নদীতে মোবাইল কোটের অভিযানে ১৩জনকে কারাদন্ড

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ এর নেতৃত্বে ও চাঁদপুর কোস্টগার্ডের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে মোবাইল কোটের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৩জনকে বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। আটকৃতদের কয়েদী ফরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ৩জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

গতকাল ২১ডিসেম্বর (বৃহস্পতিবার) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ক. মাসহাদ উদ্দিন নাহিয়ান সহ কোস্টগার্ডের দল।

অভিযান পরিচালনাকালে মেঘনা নদীতে হরিণা ফেরিঘাটের বিপরীতে গুচ্ছগ্রামের সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও দুটি বালুবাহী বাল্কহেড আটক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনরত দুটি ড্রেজার ও দুটি বাল্ক হেড জব্দ করা হয়। আটককৃত মালামাল স্টেশন কমান্ডার কোস্টগার্ডের জিম্মায় রাখা হয়।

সম্পর্কিত খবর