চাঁবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

চাঁদপুর খবর রির্পোট: নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিবসটি উদযাপন শুরু হয়। এদিন সকালে বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরস্থ অঙ্গীকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার।

এ সময় আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ, জাহিদুল ইসলাম, মোস্তাফিজ আহমেদ, ইনফরমেশন এন্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক সোহেল রানা, নাজিম উদ্দিন, সুষ্মিতা কর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো: বাইজীদ আহম্মেদ রনি, খাদিজা খাতুন টুম্পা, শাকিল আহমেদ সবুজসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী এবং সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর