শিক্ষামন্ত্রীকে বাগাদী আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ফুলেল শুভেচ্ছা

এম.এম কামাল : চাঁদপুর-৩ আসনের নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ও সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনিকে বাগাদী আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। পরে তিনি বাগাদী পীরে কামেল শাহসুফি মরহুম আলহাজ্ব হযরত মাওঃ মোঃ ছালামত উল্যাহ খান এর মাজার শরীফ জেয়াফত করেন।

তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে গুনীজনসহ আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত ও তাঁদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ আসনের নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ও সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি।

গতকাল ১৭ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় বাগাদী ইউনিয়নের পীরজাদা খাজা আহমেদ শাহ (রঃ) কবর জেয়ারত করেন, পরে তিনি ইউনিয়নের গাছতলায় আওয়ামী লীগ নেতা ইকবালের পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন, এরপর মরহুম আঃ হক মিজি, ও খালেক মিজির কবর জেয়ারত করেন, পরে তিনি ইউনিয়নের ২-নং ওয়ার্ডের হাজরা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম মুস্তাফিজুর রহমানের কবর জেয়ারত করেন, এরপর বাগাদী ইউনিয়নের চাঁদপুর গ্রামে সাবেক সভাপতি মরহুম নজরুল গাজীর কবর জেয়ারত করেন, এরপর তিনি ইউনিয়নের মমিনপুর মরহুম হুজুরের করব জেয়ারত করেন, পরে পশ্চিম সকদী দারোগা বাড়ী মহিলা আওয়ামী লীগের সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং মা সমাবেশে অংশ গ্রহণ করেন,

এরপর মুক্তিযুদ্ধা কমন্ডার মরহুম আলহাজ্ব হারুন অর রশিদ চৌধুরীর কবর জেয়ারত করেন, এরপর বাগাদী ইউনিয়নের জনতা উচ্ছবিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

দুপুর ২টায় পশ্চিম সকদী মাদানিয়া আলিম মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওঃ মুহাম্মদ মুফতি হাফিজ উদ্দিন রহমান (রঃ) কবর জেয়ারত করেন, দুপুর ৩-টায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম খান রিপন এর পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও কোশল বিনিময় করেন।

দিনব্যাপী কর্মসূচীতে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, এডভোকেট সাইফুদ্দিন বাবু সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক টুনু সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী,

সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক সিমুল হাসান শাবনু, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জসিমউদদীন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান ছাদ্দাম হোসেন, আলহেলাল ইনু, চাঁদপুর জেলা সাংবাদিক সংস্থার সভাপতি,

ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম কামাল, উপস্থিত ছিলেন, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিয়াজী, সাধরন সম্পাদক ইব্রাহিম খলিল লিটন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আজিজ পাঠান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন খান,

সাধারণ সম্পাদক খোরশেদ আলম আকিব, সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল, বাগাদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল বেগমসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সম্পর্কিত খবর