চাঁদপুরে অবৈধ জাহাজ কাটার লোহা পাচারকালে মূল হোতা আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে অবৈধভাবে জাহাজ কেটে লৌহ মাল ট্রাক বোঝাই করে পাচারকালে মূল হোতা মিন্টু মিয়াজীকে আটক করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার রাতে চাঁদপুর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ মহসিন আলমের নির্দেশে সেকেন্ড অফিসার হুমায়ুন কবির ও এস আই ফেরদৌস অভিযান চালিয়ে মিন্টু সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

দীর্ঘদিন যাবত চাঁদপুর ডাকাতিয়া নদীর পাড়ে অবৈধভাবে জাহাজ ও বলগেট কাটছে এই সঙ্গবদ্ধ চোরচক্ররা।
চাঁদপুর পুরান বাজার রয়েজ রোডের পুরাতন লৌহ ব্যবসায়ী মিন্টু মিয়াজি এর পূর্বেও ডাকাতিয়া নদীর পাড়ে অবৈধভাবে বেশ কিছু জাহাজ কেটে ঢাকায় পাচার করেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

সেই তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার পুলিশ মূলহোতা মিন্টু মিয়াজী সহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।

আটক মিন্টু মিয়াজীকে চালিয়ে নেওয়ার জন্য দালাল চক্রদের তৎপর থাকতে দেখা যায়।
চাঁদপুরে বিভিন্ন বাসাবাড়ি ও সরকারি মালামাল চুরি করে চোর-চক্ররা এসকল পুরাতন ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।

এর পূর্বেও ইব্রাহিমপুর ও রাজরাজেশ্বর ইউনিয়নের আশ্রম প্রকল্পের জালানা দরোজা ও লোহার টিন চুরি করে এনে বিক্রি করেছে।

এ সকল পুরাতন লোহা ব্যবসায়ীরা বিভিন্ন চোরদের দাধন দিয়ে চুরির কাজ সংঘটিত করে। তোরাই মাল ক্রয় বিক্রয় করে পুরান বাজারের মিন্টু মিয়াজী রয়েজ রোডে পাঁচতলা ভবনের আলিশান বাড়ি গড়ে তোলে। একসময় এই মিন্টু মিয়াজী ফেরি করে রাস্তাঘাটে চোরাই মাল ক্রয় করতো। এখন সে চোরাই মালের ব্যবসা করে কোটিপতি বনে গেছে।

এ সকল চোর চক্রের হোতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।

পুলিশ জানায়, চোরাই মাল পাচার কালে ট্রাকসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এই ঘটনাটি যাচাই-বাছাই করে পরবর্তীতে তাদের বিদায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর