ফরিদগঞ্জ ভাঁটোয়ারা গাছ কর্তন করে বসতঘর নির্মানের অভিযোগ!

ফরিদগঞ্জ ব্যুরোঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ১১ নং চরদুঃখিয়া ইউনিয়নের পশ্চিম একলাশপুর গ্রামের মোহাম্মদ সুলতান পাটওয়ারীর বাগান বাড়ির গাছ কর্তন করে বসতঘর নির্মান করার অভিযোগ উঠেছে, একই বাড়ির আঃ কাদির গংদের বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের। জানাযায়,সুলতান পাটওয়ারী তার প্রাপ্য সম্পদ বুঝ পাওয়ার জন্য মহামান্য আদালতে আঃ কাদির গংদের বিরুদ্ধে ভাটোয়ারা মামলা করেন, যার মামলা নং সিভিল কোর্ট ৩৬৩/২২, মামলা চলমান অবস্থায় আঃ কাদির গংরা এই বাটোয়ারা মামলাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জোর পূর্বক ভাবে শত-শত গাছ কর্তন করে বসতঘর নির্মান করেন।

এবিষয়ে সুলতান পাটওয়ারী জানান,আঃ কাদির গংরা জোরপূর্বক ভাবে বিভিন্ন প্রজাতির ১০০ টি গাছ কর্তন করে ভবন নির্মান করেন, এতে আমি বাঁধা প্রদান করতে আসলে আমাকে হুমকি ধামকি ও গালমন্দ করেন। এবিষয়ে আঃ কাদির পাটওয়ারী জানান,আমাদের পৈত্রিক সম্পদের উপর ভবন নির্মান করি, আমাদের দলিল সহ সকল প্রকার কাগজপএ রয়েছেন, সুলতান পাটওয়ারী ১৫০ জনের নামে বাটোয়ারা মামলা দিয়ে আমাদেরকে হয়রানির করেন।

এবিষয়ে সুলতান পাটওয়ারীর ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ফরিদগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

সম্পর্কিত খবর