বরিশাল মহানগরীর পুলিশ কমিশনার হলেন জিহাদুল কবির

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের সাবেক সফল পুলিশ সুপার (ডিআইজ) জিহাদুল কবির বরিশাল মহানগরী পুলিশের পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে । এর আগে তিনি ম্যাস রেপিড ট্রানজিট (মেট্টোরেল) এর দায়িত্ব পালন করেছিলেন ।

মঙ্গলবার ১২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো: মাহাবুর রহমান শেখ রাষ্ট্রপতির পক্ষে এক বদলি আদেশে তাকে নিয়োগ দেন।

জিহাদুল জবির ১৯৯৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উডটেকনোলজি ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। এরপর ২০তম বিসিএস-এ এএসপি হিসেবে নির্বাচিত হয়ে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার প্রথম পোস্টিং হয়ে বরিশালের গৌরনদী সার্কেল এএসপি হিসেবে।

এরপর তিনি ২০১২ সালে প্রথম পুলিশ সুপার হিসেবে মাগুরা জেলায়, ২০১৫ সালে রাজবাড়ি, ২০১৬ সালে পাবনা জেলা ও ২০১৮ সালে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান।

আরও জানা গেছে, ডিআইজি জিহাদুল কবির চাকরি জীবনে আইভরি কোস্ট ও লাইবেরিয়ায় দুই দফা ইউএন মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ ও ২০১১ সালে আইজিপি ব্যাজ, ২০১৪ সালে পিপিএম পদক লাভ করেন। জিহাদুল কবির ১৯৭৫ সালের ৪ জানুয়ারি বাগেরহাট জেলার কাড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জিহাদুল কবির।

অভিনন্দন

চাঁদপুরের সাবেক সফল পুলিশ সুপার নবাগত বরিশাল মহানগরী পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) জিহাদুল কবিরকে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । সেই সাথে নতুন কর্মস্থলে শুভ কামনা জানিয়েছেন তিনি ।

সম্পর্কিত খবর