শাহতলী জিলানী চিশতী কলেজের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের ২০২৩ই সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১১ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

প্রধান অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ বক্তব্যে বলেন, শুরুতেই আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এ মাস বিজয়ের মাস। আমি ৩০লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা ২০২৩সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছ তোমাদের অভিনন্দন জানাচ্ছি।

জ্ঞান অর্জন করে তোমরা সেবার জন্য বের হয়ে যাবে। মফস্বলে ভালো ফলাফল করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং তা তোমরা করতে পেরেছো তোমাদের নিজ যোগ্যতায়। তোমরা তোমাদের এ ফলাফল ধরে রেখে দেশের কল্যাণে নিয়োজিত করবে। আমরা ডিজিটাল বাংলাদেশের সুবিধা পেয়েছি। তা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ডিজিটাল করা র জন্য।

এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার তোমরাই কারিগর। তোমরা দেশ গড়ার কারিগড়। প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সভাপতির ভূমিকা মূখ্য। যিনি এ প্রতিষ্ঠান করেছেন উনার মাগফেরাত কামনা করছি। তোমাদের কলেজের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী একজন শিক্ষাবন্ধব ব্যক্তিত্ব। তিনি শিক্ষার উন্নয়নে কাজ করছেন।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বক্তব্যে বলেন, অত্র কলেজের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। শেষ ভালো যার, সব ভালো তার, তোমাদেরও শেষটা ভালো হয়েছে, ভালো রেজাল্ট করেছো। তোমাদের ভালো রেজাল্টের পাশাপাশি মানবিক মানুষ হতে হবে। তোমাদের দেশ ও জাতির সেবক হতে হবে। কর্মজীবনে সাফল্য অর্জন করতে হবে, সাফল্যের চূড়ায় উঠতে হবে।

তিনি বলেন, এ প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদী অত্যন্ত আন্তরিক মানুষ। তিনি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক। আমরা ওনাকে সহযোগিতা করছি এবং ওনি আমাদের কাজে সহযোগিতা করছেন। কলেজের অধ্যক্ষ খুবই ভালো মানুষ। এ বছর কলেজের ফলাফল অনেক ভালো করেছে। তাই কলেজের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, ১৯৭০সালে মফস্বল এলাকায় এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব। ২০২৩সালের এইচএসসি পরীক্ষায় এ কলেজে ৬জন জিপিএ ৫ সহ ৮৬ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ ফলাফল কলেজের জন্য মাইলফলক। আমরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দিচ্ছি। গ্রাম থেকে শহরের কেন্দ্রে গিয়ে তোমরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছো এটা খুবই ভালো। নির্বাচনী পরীক্ষার পর শিক্ষার্থীরা অতিরিক্ত ক্লাস করায় ভালো ফলাফল অর্জন করেছে। এটি তোমাদের ধরে রাখতে হবে। এ কলেজের শিক্ষকরা খুবই আন্তরিক ছিল। তাই মহান রাব্বুল আলামিন এ কলেজে ভালো ফলাফল দিয়েছে।

তিনি বলেন, শহরের কলেজের সাথে তুলনা করলে আমাদের ফলাফল খুবই ভালো। তোমাদের মধ্যে কারো কোন সমস্যা হলে তোমরা আমাকে জানাবে আমি ব্যবস্থা নিব। এ প্রতিষ্ঠানে আইন-শৃঙ্খলা ও ইভটিজিং এর ব্যাপারে আমরা খুবই সর্তক। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুবই আন্তরিক ও প্রযুক্তিবান্ধব। বিশেষ অতিথি কামাল সাহেব খুবই আন্তরিক মানুষ। চাঁদপুর সদরে ওনাকে চিনেনা এমন প্রতিষ্ঠান নেই। তিনি খুবই আন্তরিক ও শিক্ষাবান্ধব। তিনি শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্ত গুলো খুব দ্রুত প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের অবগত করেন। তিনি প্রযুক্তিতে খুবই দক্ষ। তিনি সদরের সকল প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, এ কলেজ সহ এলাকার সকল প্রতিষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় অবকাঠামোগত সমস্যা দূর হয়েছে। এ কলেজে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন হয়েছে। স্বাধীনতার পর এ অঞ্চলে সব্বোর্চ্চ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এজন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি কে। এ প্রতিষ্ঠানগুলো যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা মো: মাসুদুল আলম ভূইয়া, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, কলেজের অবসরপ্রাপ্ত বিদায়ী সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, বিদায়ী সহকারি অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) সাহেরা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থী তানজীলা আক্তারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে ২০২৩ইং সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক কামরুল হাসান, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারি অধ্যাপক মো: হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা ইয়াছমিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ধর্ম-বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী, কলেজের সহকারি শিক্ষক নাছরীন আক্তার, সহকারি শিক্ষক হালিমা আক্তার, কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী ক্বারী রিয়াদ হোসেন। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন একাদশ ও দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে নতুন কারিকুলামের বিষয়ে মতবিনিময় করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর