চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় নিত্যধারা ও সুরধবনির সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর বাসীর প্রাণের মিলন মেলা হিসেবে খ্যাত ৩২ তম মুক্তিযুদ্ধের বিজয় মেলা। গতকাল ১১ ডিসেম্বর সোমবার ছিল মুক্তিযুদ্ধের বিজয় মেলার চতুর্থ দিন। সন্ধ্যায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় নৃত্যধারার সভাপতি সংগীত শিল্পী ইতু চক্রবর্তী সার্বিক সহযোগিতায় ও সংগঠনের অধ্যক্ষ সুমা দত্তের নৃত্য পরিচালনায় মানব মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্য পরিবেশন করে সুরঞ্জনা দত্ত কুহু, আরিফুল ইসলাম, তানজির আহমেদ, পিপল দাস, মেহেরাজ, সেজুতি, সিতিজা, গুনগুন, প্রভাতি, স্নেহা, মৃত্তিকা, অধরা, সাকিবা, তানজিলা, ইরা, সানিকা, রোহানী, ফারিয়া, মোহনা, মম,মারিয়াসহ আরো অনেকে।

রাতে সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনা আরও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূরধ্বনি সংগীত একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের অধ্যক্ষ অনিতা নন্দির সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর