চাঁদপুরে ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। এদিন ৬ মাস থেকে ১১ মাস এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে দুই ধরনের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। চাঁদপুর জেলায় এই দুই ক্যাটাগরীর সাড়ে তিন লক্ষাধিক শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেয়া হয়েছে। চাঁদপুর জেলায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন,

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ নূরুল হুদা প্রমুখ। সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের তথ্য তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন।

সিভিল সার্জন তাঁর বক্তব্যে বলেন, বিকৃত মানসিকতার কিছু মানুষ আছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটায়। ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়েও এক সময় গুজব রটানো হয়েছিল। সামনে জাতীয় নির্বাচন। দুষ্ট লোকগুলো এ সময়ে অসৎ উদ্দেশ্য নিয়ে আবারো সক্রিয়। তারা এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটাতে পারে।

এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আর ভিটামিন এ’র সাথে প্লাস যুক্ত হওয়ার অর্থ হচ্ছে- ভিটামিন-এ খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য বার্তা আছে। এটিও প্রচার করতে হবে। তিনি জাতীয় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত খবর