চাঁদপুরে চলন্ত পদ্মা ও বোগদাদ বাসে দুর্বৃত্তদের হামলায় চালক আহত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেস বাসে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) মাগরিবের পর এ ঘটনা ঘটে।

এছাড়াও চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাসেও একই স্থানে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে।

গাড়ির স্টাফরা জানায়, চাঁদপুর টু ঢাকা রুটে চলাচলকারী ঢাকা মেট্রো- ব-১২-১৩৫৪ নম্বরের পদ্মা বাসটি যাত্রী নিয়ে চাঁদপুর আসার পথে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোল্লা বাড়ি এলাকা অতিক্রমকালে আনুমানিক ৫-৬ ব্যক্তি সড়কের দুই পাশ থেকে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করেন।

দুর্বৃত্তদের এমন হামলায় ৩টি পাথর যাত্রীবাহী পদ্মা বাসটির সামনের গ্লাস ভেঙ্গে ভেতরে ঢুকে চালকের কপালে আঘাত করে। এতে চালক স্বপন আহত হয়ে চাঁদপুর গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়। দেখা যায়, বাসগুলোতে নিক্ষেপ করা পাথরগুলো ছিল রেললাইন থেকে আনা পাথর।

এর আগে গত ১৫ নভেম্বর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই একই এলাকায় দুর্বৃত্তদের হামলায় ১৫-২০ টি গাড়ি ভাংচুরসহ প্রায় ২০ জন আহত হওয়ায় ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় ১৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় এজহারভুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ঐ ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার (৪ ডিসেম্বর) আবারও একই এলাকায় এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর মডেল থানার এসআই জাকির সহ সঙ্গীয় ফোর্স।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে নবম দফায় দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি শেষ হয়েছে সোমবার। আবারও বুধ ও বৃহস্পতিবার ফের ৪৮ ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি।

সম্পর্কিত খবর