চাঁদপুরে জলমহাল নীতিমালা উপর মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে জলমহাল নীতিমালা ২০০৭ এর উপর মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ নভেম্বর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নিবার্হী কর্মকর্তার সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক নিউরো ডেভেলপসেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের যুগ্ম সচিব মোঃ শাহ আলম, বাংলাদেশ কর্ম কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব মোঃ শফিকুল

ইসলাম, এইচবিবি প্রজেষ্টের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব বিপুল চন্দ্র বিশ্বাস, এনটিআরসিএ যুগ্ম সচিব মুহম্মদ নূরে আলম সিদ্দিকী,উপজেলা মৎস্য কর্মকতার্ তানজিমুল ইসলাম,চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মীর আব্দুর রাজাক, উপজেলা কৃষি অফিসার তপন রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মাঃ মনির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন, সমবায় অফিসার মাহাম্মদ দেলোয়ার হোসেন,

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা ফাহিম সিহাব ইভান, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, মৎস্যজীবি লীগ নেতা তসলিম হোসেন, সুলতান মিয়াজী, মমিন হোসেন, ইমাম হাসান, মোঃ কাদির হোসেন, মনির হোসেন, মোঃ ফয়সাল গাজী, ইয়াছিন, আসাদ, বিকাশ দাস, বিল্লাল হোসেন, মাহফুজ প্রমুখ। এ সময় বক্তরা বলেন দেশের প্রকৃত মৎস্যজীবীদের সুবিধার্থে জলমহাল নীতিমালায় করা হয়েছে।

সমিতি ভিত্তিক ইজারা দেওয়ার ব্যাপারটি উল্লেখ আছে নীতিমালায়। সে নীতিমালা অনুযায়ী জলাশয়গুলো ইজারা দেওয়ার ব্যপারে জেলে বা অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে।

সম্পর্কিত খবর