চাঁদপুর আউটার স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী তারুণ্যের উৎসব

মহসিন হোসাইন: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁদপুরে তারুণ্যের উৎসব- ২০২৫ আয়োজন উপলক্ষে ২০ জানুয়ারী-২০২৫ থেকে চাঁদপুর আউটার স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী তারুণ্যের উৎসব মেলা-প্রদর্শনী।

শনিবার ( ১৮ জানুয়ারি) চাঁদপুর আউটার স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, বেশ সুন্দর ও আধুনিকায়ন সাজসজ্জার মধ্য দিয়ে পরিপাটি করে সাজানো হয়েছে তারুণ্যের এই প্রদর্শনী মাঠ।

যেখানে থাকবে, দেশীয় পণ্যের সমাহার ঘিরে- তাঁত, বস্ত্র, চারু ও কারু, পাটজাত পণ্য মেলা বা প্রদর্শনী। এছাড়াও রয়েছে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এই তারুণ্যের উৎসবকে কেন্দ্র করেই যেখানে থাকবে- ব্যাডমিন্টন, কাবাডি, সিক্সার ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার ব্যাবস্থা।

রয়েছে- কর্মশালা ও ফেস্টিভ্যাল আয়োজনের মধ্যে প্রতিভার অন্বেষণে রয়েছে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তারুণ্যের উৎসব প্রদর্শনী নিয়ে জানতে চাইলে এই বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, তরুনরা এ পৃথিবীকে বদলে দিবে। তরুনদের একত্রিত করা, তাদেরকে এঙ্গেজ করাটাই মেলা বা প্রদর্শনীর মূল উদ্দেশ্য। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠেয় এই উৎসব আগামীতে টেকসই ভবিষ্যৎ গড়া এবং তরুণদের, সৃজনশীলতা ও উদ্যমের সফল বাস্তবায়ন ঘটিয়ে ক্ষুধামুক্ত, দূষণমুক্ত ও বেকারত্বহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য মাইলফলক হবে বলে বিশ্বাস করেন তিনি।

তিনি আরো বলেন,’এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই উৎসবের এই শ্লোগানে যুব সমাবেশ অনুষ্ঠান, প্রতিভা অন্বেষণ, জনসচেতনতা বিষয়ক কার্যক্রম, প্রদর্শনী, কর্মশালা ও বিভিন্ন ফেস্টিভ্যাল আয়োজন, জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষার্থে ডাটাবেস ও ওয়েবসাইট, অনুদান ও বৃত্তি, ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান, কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা কার্যক্রম ও নিউট্রিশন অলিম্পিয়াড আয়োজন, জুলাই সস্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করা হবে। এই উৎসব চাঁদপুর জেলার তরুণদের আরো সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করেন তিনি।

এদিকে মেলা- প্রদর্শনী বাস্তবায়নকারী কর্তৃপক্ষ জানিয়েছেন, ইতোমধ্যেই প্রায় মেলার ৯০% কাজ সম্পন্ন হয়ে গেছে। বাকি কাজ হয়তো আরো ২/১ দিন সময় লাগবে বলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তারা। তবে ২০ জানুয়ারি থেকে শুরু হতে পারে মাসব্যাপী এই তারুণ্যের উৎসব প্রদর্শনী।

সম্পর্কিত খবর