রাগৈ বিল ভাসমান খাল সেচ পাম্প উদ্বোধন

স্বপন কর্মকার মিঠুনঃ পৃথিবীতে মাটিই নিঃস্বার্থে আমাদের সহযোগিতা করে আসছে। মাটি আমাদের মা। মাটির টপ সয়েণ বিক্রি জমির উর্ব্বতাকে যারা নষ্ট করে ফেলছেন এক দিন আপনারাই চরম খাদ্য সংকটে পড়বেন।
আমরা প্রশাসনের লোকেরা চলে যাবো মাটি আর জমি বাঁচাতে আপনারা সচেতন হউন। গতকাল শনিবার শাহরাস্তি উপজেলার ২০২৪-২৫ সেচ মৌসুমে রাগৈ বিল খাল ভাসমান পাম্প চেস প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিতে গিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ মোহসীন উদ্দিন ওই বক্তব্যে দেন।

তিনি আরো বলেন, অধীকাংশ কৃষক গরিব, আপনাদের ভাগ্য পরিবর্তনে আপনার সন্তাদের পড়া লেখা করাতে হবে। লেখা পড়া যানা থাকলে ৬০ বছর বয়সেও কাজ করতে পারবেন। বিনা বেতনে পড়া লেখার দায়িত্ব সরকার নিয়েছে, আপনাদের একটা সন্তানও যেন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে বাদ না পড়ে।

দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তাদের উদেশ্য তিনি বলেন, আমাদের কৃষক বাঁচাতে হবে। কৃষকদের সমস্যার বিষয় গুলো শুনে তা কি ভাবে সমাধান করা যায় তা আগামী ১৫ দিনের মধ্যে জানানোর নিদের্শ দেন।

কৃষকদের উদেশ্য আরো বলেন, আগামীতে একটিও পতিত জমি দেখতে না হয়। পতিত জমিতে আপনারা পেয়াজ, আলুসহ বিভিন্ন প্রকারের শবজি চাষ করে নিজেদের খাওয়ার চাহিদার পাশাপাশি তা বিক্রি করে অধিক অর্থ আয় করতে পারেন এবং তাতে আপনারা সাবলম্বি হবেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত, স্বাগত বক্তব্য রাখেন, বিএডিসি কর্মকর্তা ইঞ্জিঃ মামুন অর রশিদ, তিতাস গ্যাস কোং জিএম ইঞ্জিঃ হাসান আহম্মদ টিপু, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী,

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, রাগৈ বিল ভাসমান খাল সেচ পাম্প পরিচালক মোঃ মিন্টু মোল্লা প্রমুখ।

সম্পর্কিত খবর