
চাঁদপুর খবর রিপোর্ট : বর্ণাঢ্য আয়োজনে আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের-২০২৫ কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি)বিকেল ৫টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ২০২৫ সালের এ কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্য নির্বাহী কমিটির সভাপতি রহিম বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সকল সদস্য ও সকল অতিথিকে স্বাগতম। যেহেতু অভিষেক অনুষ্ঠান, সেহেতু নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন। আপনারা জানেন, সুর্যের চেয়ে বালি গরম। আপনি হলেন সূর্য, পদ হলো বালি। আমরা যারা বিভিন্ন পদে আছি, তারা ট্রমার মধ্যে পড়বেন। আর আপনারা যদি এটা ধরে রাখতে পারেন,।আপনারাই সফল হবেন। চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের উন্নয়নে কাজ করবে। এই এক বছরের যে দায়িত্বটা এটা ধরে রাখাটাই বড় বিষয়। যারা আজকে এখানে কথা বলেছেন নবাগত কার্যকরী কমিটির সদস্য হিসেবে, আপনার সিদ্ধান্ত নেন সূর্য হবেন নাকি বালি হবেন।
তিনি বলেন, বাংলাদেশের যে কমিটিগুলো আছে, তারমধ্যে দুইটি গ্রুপ রয়েছে। একটি লেখক আরেকটি সাংবাদিক। আপনাদের মধ্যে প্রশংসা খুব করা হয় একে অপরকে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সবাই সবাইকে সম্মানের সাথে দেখবেন। যেন বাকিরা সবাই বলে, সাংবাদিকদের জন্য কাজ করেছে, প্রেসক্লাবের জন্য কাজ করেছেন। আপনি অবশ্যই সু্যােগ সুবিধা নিবেন, তবে অবশ্যই সেটা সাংবাদিকদের জন্য হতে হবে। প্রেসক্লাব প্রোগ্রামে না এসে পারিনা। তাই আপনারা দাওয়াত দিলেই চলে আসতে হয়। যারা আপনারা সাংবাদিক এবং বিভিন্ন পদে আছেন বা না আছেন যেখানেই থাকেন আপনারা আমাদের কাজের ভূলগুলো ধরিয়ে দিবেন এবং বিভ্রান্তিমূলক তথ্য থেকে বিরত থাকবেন। এছাড়াও আপনারা নবাগত কমিটির সদস্যরা যেন ভালোভাবে কাজ করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই কামনা করছি। আপনারা এই প্রতিষ্ঠানের পরিবর্তন করবেন, উন্নয়ন করবেন বলে আমি বিশ্বাস করি।
চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সাধারণ সম্পাদক কাদের পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
তিনি বলেন, আমি নবাগত কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্লান করে কাজ করতে পারিনা। সাংবাদিক ভাই যারা আছেন। তাদের সারাদিন কাজ করতে হয়। কত কঠিন একটা কাজকে সাংবাদিক ভাইরা ফুটিয়ে তুলেন। এজন্য সাংবাদিক ভাইদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চাঁদপুর প্রেসক্লাব একটি ঐতিহ্য রয়েছে। চাঁদপুর জেলা বিএসপির সভাপতি এ বিষয়ে বলেছেন। জেলা পুলিশ কিশোর গ্যাং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। তারা আটকও আছেন। আগে যারা রাস্তায় ভীতি তৈরি করেছে, এখন তেমন দেখা যায় না। প্রেসক্লাবের পিছনে এত সুন্দর একটি জায়গা, এখানে ভীতিকর অবস্থা যেন তৈরি না হয়।
তিনি বলেন, আমি চাঁদপুর মডেল থানার ওসিকে অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছি। মাদক ব্যবসায়ীরা রাতে বাসায় ঘুমাতে পারবেনা। তাদের বিরুদ্ধে প্রতিদিন অভিযান হবে। মাদক, কিশোর গ্যাং এর জন্য কেউ তদবির করে না। এমন কোন ব্যক্তি নাই চাঁদপুরে কেউ অপরাদ করলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এখানে যানঝটের বিষয়টি চলে আসছে। আমরা তা নিয়ন্ত্রনের চেষ্টা করছি। যানঝট নিরসনে রিগুলার যে ট্রাফিক থাকে, তার বাহিরেও ফোর্স রেখেছি। যানঝট নিরসনের জন্য কাজ অব্যাহত রয়েছে আমাদের। কোন ঘটনা যদি আমার বিরুদ্ধেও হয়, তা লিখনীর মাধ্যমে তুলে ধরবেন। কোন তথ্য লাগলে আমাকে জানাবেন আমি তথ্য দিয়ে সহযোগিতা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে পারি। চাঁদপুরে ৩টা সমস্যা রয়েছে। তার মধ্যে প্রথম সমস্যা কিশোর গ্যাং। সাংবাদিকরা যদি চায় আমাদের মত একটি বড় দল যদি চায় তাহলে চাঁদপুরে কিশোর গ্যাং থাকে কিভাবে। ২য় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। মাদকের বিরুদ্ধে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ানম্যান তারেক জিয়ার যেমন জিরো টলারেন্স, তেমনি আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি। মাদকের সাথে যারা জড়িত, তারাই কিশোর গ্যাং এর সাথে জরিত। এ কমিটি যেন ভালো একটা কাজ করতে পারে। নবাগত কমিটির জন্য শুভকামনা রইলো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মেজর মোঃ আশিকুর রহমান, চাঁদপুর নৌ- পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মোঃ মাহবুবুর রহমান , চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ প্রমুখ। এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দগণ ও সদস্যগণ।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সংবর্ধিত অতিথি হিসেবে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট গ্রহন করেন চাঁদপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ও চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: জসিম উদ্দিন শেখ, ইয়র্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.সেলিম খান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের প্রবীন সাংবাদিক পুরানবাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ দেলোয়ার আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অ্যাড: ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী ,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড় পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান সুমন,
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক- লক্ষন চন্দ্র সুত্রধর ,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও জিটিভি’র জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি জিএম শাহীন,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকির, ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী,
চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাড: চৌধুরী ইয়াছিন ইকরাম, দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক ও প্রকাশক নিলুফা আক্তার, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সময় টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ ফারুক আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ইউনুছ, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য আবদুর শুক্কর মাস্টার, ,চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পরিবর্তে প্রতিনিধি হিসেবে ছিলেন ব্যাবসায় ও প্রসাশন বিভাগের অধ্যাপক বায়জিদ আহম্মেদ।
এসময় অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অভিষিক সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন চাঁদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মোহসীন উদ্দিন সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন-চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহ ও গীতা পাঠ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সুত্রধর।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য, টেলিভিশন সাংবাদিক ফোরামের ও জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।