
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেলওয়ের নিয়মিত কাজের অংশ হিসাবে চাঁদপুর- লাকসাম চলমান১৬ টি পয়েন্টের ত্রুপেকিং কাজ পরিদর্শন করেন রেলের কর্মকর্তাবৃন্দ।
(১৬ জানুয়ারী)বৃহস্পতিবার দুপুরে সিনিয়র সহ নির্বাহী প্রকৌশলী কুমিল্লা নাজমুল হাসানের নেতৃত্বে একটি টিম চাঁদপুরে আসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর স্টেশন মাস্টার সোয়াইবুল শিকদার, এসএসএই(ওয়ে) লাকসাম মো. লিয়াকত আলী মজুমদার, এসএসএই (পূর্ত) লাকসাম সহিদ হোসেনসহ আরো বেশ কয়েকজন কর্মকর্তা।
এসএসএই(ওয়ে) লাকসাম মো. লিয়াকত আলী মজুমদার জানান,এটি আমাদের রুটিন ওয়ার্ক। লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত রেলপথের স্লিপার মজবুত করন এবং পাথরে উপরে জমে থাকা ঘাষ পরিস্কার করা। এভাবে ১৬ টি পয়েন্টে এই কাজ চলমান রয়েছে। সঠিক ও সুন্দর ভাবে কাজটির তদারকি করার জন্য আমাদের চাঁদপুরে আসা।
তিনি আরো জানান,দেশের প্রেক্ষাপটের কারণে আমরা এতদিন চাঁদপুরের অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি।
আমাদের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবে চলতি মাসেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করার চিন্তাভাবনা করছি। যার জন্য
চলতি মাসের ২২ তারিখে বাংলাদেশ রেলওয়ের উর্ধতন একটি টিম চাঁদপুরে আসার সম্ভাবনা রয়েছে। পরে
তারা এসকল কাজ পরিদর্শন শেষে চাঁদপুর ত্যাগ করেন।