চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ শ্রীপুর আমিনবাজার এলাকার ব্যবসায়ীমোহাম্মদ সিরাজ হাজী ও ব্যবসায়ী মো গিয়াস উদ্দিন হাজীর উপর হামলার ঘটনা ঘটেছে।
তাদের উভয়ের সর্ব পিতা মৃত ইদ্রিস হাজী । বতমানে তারা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুত্ব আহত ব্যবসায়ী মোহাম্মদ সিরাজ হাজী অবস্থা আশংকাজনক । তার পায়ের হাটুর বাটি ভেংগে গেছে । তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে ।
১৬ডিসেম্বর মোহাম্মদ সিরাজ হাজী ও মো: গিয়াস উদ্দিন হাজীর উপর সন্ত্রাসী কায়দায় হামলা করেন ১। সন্ত্রাসী মো : সাহেদ খান ২। সন্ত্রাসী রাজু খান ৩। সন্ত্রাসী মো: রহিম খান সর্ব পিতা- দিদার খান ৪। সন্ত্রাসী মো মিলন পিতা-মতিন ৫। সন্ত্রাসী মো : মতিন, পিতা-দুদুমিয়া ৬। সন্ত্রাসী মো সাইফুল নোয়া, পিতা-জাহাঙ্গীর দক্ষিণ শ্রীপুর হাজীগঞ্জ চাঁদপুর ।
এ বিষয়ে ভিকটিমগণ হামলার সঠিক বিচার দাবি করছেন।
এ ব্যাপারে ব্যবসায়ী মো গিয়াস উদ্দিন হাজী দৈনিক চাঁদপুর খবরকে বলেন, দক্ষিণ শ্রীপুর আমিনবাজারে সন্ত্রাসী মো : সাহেদ খানগং সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা করেছে । আমরা মামলা বিবাদীদের বিরুদ্ধে মামলা করবো ।
আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী করছি । এ ব্যাপারে চাঁদপুর পুরিশ সুপার ও হাজীগন্জ থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন ।