বীর শহীদদের প্রতি চাঁদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর খবর রিপোর্ট : মহান বিজয় দিবসে চাঁদপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড় ‘অঙ্গীকার’ পাদদেশে একত্রিশবার তোপধ্বনি ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তর্বক অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা ও কেএম সালাউদ্দিন।

এসময় জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈদিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ পুষ্পস্তবক অর্পণ করেন।

সম্পর্কিত খবর