![](https://chandpurkhobor.com/wp-content/uploads/2024/12/sonbordona-880x528.jpg)
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল)-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সবশেষে উপস্থিত সকলকে নিয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এ সময় তিনি পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলে।