চাঁদপুরে বিজয় দিবসে জেলা বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

ইব্রাহিম খান : মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহীদ মিনারে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

এসময় তিনি বলেন,বিগত দিনে আমাদের নেতাকর্মীরা দলের জন্য অনেক শ্রম ঘাম দিয়েছে।বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৫ বছর বিজয় দিবসে আমরা মুক্ত ভাবে কথা বলতে পারিনি।শুধু কথা বলাই নয় আমাদেরকে এক প্রকার বন্ধি করে রেখেছিলো ফ্যাসিবাদী সরকার। শেখ হাসিনা যে স্ট্রিম রোলার চালিয়েছিলো তা আপনারা দেখেছেন। তার পরিনতি হিসেবে তাকে এদেশ থেকে নির্লজ্জের মতো পালিয়ে যেতে হয়েছে।এরশাদের চেয়ে ন্যাক্কারজনক ভাবে তার পতন হয়েছে। শেখ হাসিনা শেখ মুজিবকে বাংলাদেশের চেয়ে বড় করে তুলেছিলো । আপনারা বলেন বাংলাদেশ বড় না শেখ মুজিব বড়।আমরা কখনো এই ভুল করিনি।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের মনে আঘাত করেছে মোদি। বাংলাদেশের মানুষ হিন্দুস্থানকে বন্ধু মনে করে।এখানে ছোট বড় কোন পার্থক্য নেই।কোন অবস্থাতে প্রভুত্ব করার চেষ্টা করলে বাংলার ২০ কোটি মানুষ ছেড়ে দিবেনা।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছে বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে একক ভাবে দেশ চালাবে না। সকলকে নিয়ে বিএনপি দেশ চালাবে।তারেক রহমান আরো বলেছেন এক ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হবে না।তার মানে বিএনপি তারেক রহমান ক্ষমতার লোভ করেনা।বিএনপি তারেক রহমান চায় এদেশের উন্নয়ন।

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, যুগ্ম সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জহির উদ্দিন বাবর,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী,জেলা মৎসজীবি দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা তাতি দলের সদস্য সচিব মুজিবুর রহমান লিটন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী প্রমূখ ।

পরে জাসাসের সার্বিক ব্যবস্থাপনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সম্পর্কিত খবর