চাঁদপুর খবর রিপোর্ট : মহান বিজয় দিবসে চাঁদপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন মহোদয়সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড় ‘অঙ্গীকার’ পাদদেশে একত্রিশবার তোপধ্বনি ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তর্বক অর্পন করা হয়। এ সময় কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।