বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের দোয়া ও মিলাদ

মহসিন হোসাইন : চাঁদপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর(সোমবার)বিকেলে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এসময় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয় সকল শহিদ,বীর মুক্তিযোদ্ধা সহ দেশের সকল মানুষের জন্য। যারা দেশের জন্য জীবন দিয়েছেন,শহিদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বিজয় দিবস উদযাপন,তাঁদের (শহিদের) সকলের রুহের মাগফিরাত কামনা চেয়ে দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ পরিচালনাকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন,চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান,ড. কাজী হাসেম, সিরাজ বরকন্দাজ,ছানাউল্লাহ সহ আরো অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ এসময় উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর