চাঁদপুরে বিজয় দিবসে জেলা বিএনপির শ্রদ্ধা ও বিজয় শোভাযাত্রা 

ইব্রাহিম খান : মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস কর্মসূচি পালনের সূচনা করা হয়। সকাল সাড়ে ৮ টায় জেলা বিএনপি কার্যালয় থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি বিজয়  শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’ পাদদেশে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সংক্ষিপ্ত আলোচনা সভার পূর্বে দলীয় নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যা সেলিম।

পরে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় সভাপত্বি করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, গত ১৫ বছরে চাঁদপুরে জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা সন্ত্রাস ও পুলিশি হয়রাণি মোকাবেলা করেছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন দেশ গঠনের জন্য। আমাদেরকে জনগনের কাছে থাকতে হবে। আপনারা লক্ষ্য করেছেন আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, কারা ষড়যন্ত্র করছে তাও আপনারা জানেন। আওয়ামীলীগের দোসর ও স্বাধীনতা বিরোধী সকলে মিলে এই ষড়যন্ত্র করছে।  বাংলাদেশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ব্যাতিত জনগনের কল্যাণে আর কোন লোক আসেনি। সুতরাং সবাইকে বলে দিতে চাই কেউ যদি অতিউৎসাহী হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কোন কর্মকান্ড করে থাকেন, তাহলে দল তাকে কোন আশ্রয় পশ্রয় দেবে না। আমরা চাঁদপুরের প্রশাসনকে বলেছি যারা অন্যায় জুলুম করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহজাহান, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মুনির চৌধুরী, অ্যাড:শামছুল ইসলাম মন্টু,যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়ির সহ-সভাপতি আফজাল হোসেন খান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ,

সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর