মহসিন হোসাইন: চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভা সম্পন্ন হয়েছে। সভার সভাপতি চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমরা জেলা পরিষদের সকল উন্নয়নমূলক কার্যক্রম যাচাই-বাছাই করে বাস্তবায়ন করবো।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা পরিষদ কনফারেন্স রুমে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষে কাজ হাতে নিতে হবে। এবং এই সকল প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিগত দিনের যে সব কাজ শুরু হয়নি তা বাতিল করতে হবে।
বিগত দিনের যে সব কাজ শুরু হয়নি তা বাতিল করতে হবে।ন্যায় ও সততার সাথে কাজ করতে তিনি আহ্বান জানিয়ে বলেন, জেলার উন্নয়নে সকল কাজ যথাসময়ে শেষ করার জন্য ঠিকাদার ও প্রজেক্ট কমিটিকে নোটিশ দিতে হবে।
এছাড়াও তিনি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,সকল ইউএনও, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলীসহ সদস্যবৃন্দ ।