চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর শহরের সুপ্রতিষ্ঠিত ও স্বনামধন্য প্রাচীনতম প্রতিষ্ঠান আসাম স্টোরের মালিক (পূরাতন হার্ডওয়্যার ব্যাবসায়ী) ও চাঁদপুর সেবা সিটি এন্ড খান টাওয়ারের ফ্লাট মালিক সমিতির সিনিয়র সদস্য আ: মালেক মাহমুদ মানিক এর পিতা আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ ইন্তেকাল করেছেন।
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো আনুমানিক ৮৫ বছর ।
জানা গেছে ১৬ ডিসেম্বর রাত সোয়া ১১টায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ গতকাল ১৭ ডিসেম্বর বাদ জোহর চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিষ্ঠাতা অ্যাড: ইকবাল বিন বাশারের পরিচালনায় অংশ নেন এবং বক্তব্য রাখেন মরহুমের ছেলে আ: মালেক মাহমুদ মানিক, চাঁদপুর জেলা দায়া জজ আদালতের অতিরিক্ত পিপি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড: শামছুল ইসলাম মন্টু , চাঁদপুর সেবা সিটি এন্ড খান টাওয়ারের ফ্লাট মালিক সমিতির সভাপতি শাহাদাৎ হোসেন খান মানিক, সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সাবেক ছাত্রনেতা অ্যাড: জসিম পাটোয়ারী ।
এছাড়াও মরহুমের জানাজায় সন্তানাদিসহ আত্বীয় স্বজন, শহরের স্বনামধন্য ব্যাবসায়ীগণ, তাঁর নিকটাত্মীয় অসংখ্য গুণগ্রাহী এবং চাঁদপুর শহরের গন্যমান্যব্যক্তিবর্গ, সুধীজন, সাংবাদিক, আইনজীবিসহ বিপুল সংখ্যক মুসুল্লীগন অংশ নেন।
এসময় মরহুমের জানাযার নামাজ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর পাল বাজার সংলগ্ন স্ট্যান্ড রোড়, চৌধুরী জামে মসজিদের মসজিদের ইমাম-মাওলানা আব্দুল হাদী।
সাংবাদিক সোহেল রুশদী শোক প্রকাশ:
চাঁদপুর শহরের সুপ্রতিষ্ঠিত ও স্বনামধন্য প্রাচীনতম প্রতিষ্ঠান আসাম স্টোরের মালিক(পূরাতন হার্ডওয়্যার ব্যাবসায়ী)ও চাঁদপুর সেবা সিটি এন্ড খান টাওয়ারের ফ্লাট মালিক সমিতির সিনিয়র সদস্য আ: মালেক মাহমুদ মানিক এর পিতা আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চাঁদপুর সেবা সিটি এন্ড খান টাওয়ারের ফ্লাট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।
তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।