ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির জনসভা

এস. এম ইকবাল : ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বিএনপির ৩১ দফার কথা ঘরে ঘরে গিয়ে প্রতিটি ভোটারের কাছে গিয়ে উপস্থাপন করুন। আগামী নির্বাচনে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নসহ পুরো উপজেলায় বিএনপি তথা ধানেরশীর্ষে বিজয় নিশ্চিত করতে হবে।
রোববার (১৫ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।

কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে ও কামাল হোসেন এবং সফিউল আলম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ।

অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক বুলবুল, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, মাসুদ আলম, আব্দুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্মআহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, বিএনপি নেতা মিজানুর রহমান।

সম্পর্কিত খবর