আজ উত্তর শাহতলীতে যুবসমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল

মো: রানা সরকার: আজ ১৬ডিসেম্বর (সোমবার) বিকেল ৩টায় স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তগত উত্তর শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ ঈদগাহ ময়দানে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্বে করবেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মফিজুল ইসলাম পাটওয়ারী।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করবেন আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন ঢাকা আশকোনা খানকায়ে ক্বাদেরীয়া হামেদিয়া ওয়ালীয়া দরবার শরীফ এর গদ্দিনিশিন পীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী সাহেব (মাঃ জিঃ আঃ)।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন সু-মধুর কন্ঠস্বর, নারায়নগঞ্জ ইস্পাহানি বন্দর বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতী।

মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান করবেন ঢাকা সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম ছালেহী।

মাহফিলে আরো ওয়াজ করবেন শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব
হযরত মাওঃ মোঃ বাহারুল ইসলাম, শাহ্তলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল হালিম গাজী, শাহতলী শানে মদিনা জামে মসজিদের খতিব হযরত মাওঃ নাঈম শেখ আল কাদেরী। মাহফিল পরিচালনা করবেন মো: নূরে আলম গাজী।

মাহফিলে সকল ধর্মপ্রান মুসল্লীদের আমন্ত্রন জানিয়েছেন এলাকার যুব সমাজ ও মাহফিল কমিটি।

 

সম্পর্কিত খবর