চাঁদপুর প্রেসক্লাবে কেমন বাংলাদেশ চাই শীর্ষক মতবিনিময় সভা

চাঁদপুর খবর রিপোর্ট : কেমন বাংলাদেশ চাই, গণমানুষের ভাবনা ও সুপারিশমালা শীর্ষক মতবিনিময় সভা গতকাল ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের আয়োজনে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির।

শুরুতইে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট উপ-পরিচালক চৌধুরী সামিউল হক।

মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ জয়নাল আবেদীন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শোয়েব আহমেদ, চাঁদপুর পৌর জামায়াতে ইসলামী আমির অ্যাড. শাহজাহান খান, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের হোসেন, মো. আল আমিন সায়েম, আবদুস সামাদ, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাংবাদিক নেয়ামত হোসেন, শওকত আলী, মোরশেদ আলম রোকন, আবদুস সালাম আজাদ, ইব্রাহিম রনি, কে এম সালাউদ্দিন, মো: সোহেল, আশিক খান।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, যুগ্ম-সচিব সামিউল প্রধান, চাঁদপুর জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরীফ প্রমুখ।

আলোচনায় বক্তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা ফিরিয়ে আনা, রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, এক নাগাদে দুই মেয়াদের প্রধানমন্ত্রী না থাকা, দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ ব্যাবস্থা চালু করন এর পক্ষে মতামত দেন, নারীদের জন্য তিনশত আসনের মধ্যে ৫০ থেকে ১০০ আসনের সরাসরি নির্বাচন এর ব্যাবস্থা করা,

রাজনৈতিক দলের মধ্যে গনতান্ত্রিক চর্চার জোরদার করা, ব্যালটে ‘না’ ভোটের ব্যাবস্থা করা, ভোটের আনুপাতিক হারে রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত করে সাংসদ বানোনোর বিষয়গুলো উঠে আসে এবং উপস্থিত বেশিরভাগ বক্তাগণ এর পক্ষে মতামত দেন।

সম্পর্কিত খবর