চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের বদলী স্থগিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের বদলী স্থগিত করা হয়েছে।

১৫ ডিসেম্বর পদায়নকৃত চাঁদপুর জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথকে গোপালগঞ্জ জেলায় দায়িত্ব প্রদান করেন। আর চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনর বদলী স্থগিত করেন চাঁদপুরেই দায়িত্বে নিয়োজিত করেন।

এদিকে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের বদলী স্থগিত করায় চাঁদপুরের সাধারণ মানুষ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে । চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক দল,সুশীল সমাজ,সাংবাদিক সমাজও বিষয়টিতে স্বাগত জানিয়েছে । তিনি একজন দক্ষ ও জনবান্ধব সরকারি কর্মকর্তা হিসেবে চাঁদপুরে সুনাম অর্জন করেছেন ।

বর্তমান অর্ন্তবতীকালীন সরকারের একজন আস্থাভাজন কর্মকর্তা হিসেবে সরকারের চলমান উন্নয়ন কাজকে এগিয়ে নিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । এদিকে এছাড়াও স্থানয়ি সরকার মন্ত্রনালয় সচিব ও চাঁদপুরে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মহোদয়ের প্রতিটি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন ।

রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব মোহাম্মদ আবু ইউসুফ স্মাক্ষরিত পত্রে এই আদেশ দেয়া হয়। তিনি গত ২৬ জুন ২০২৩ সালে চাঁদপুরে যোগদান করেন। তিনি ৩১ তম ব্যাচ (বিসিএস)।

সম্পর্কিত খবর