মাসুদ হোসেন : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের হাজী মহসিন রোড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৪ ডিসেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের হাজী মহসিন রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ রঙ ও জেলি ব্যবহার করে কেক তৈরি, পশমযুক্ত হাতের কবজি অবধি ঢুকিয়ে ড্রাই কেকের খামির তৈরি, অস্বাস্থ্যকর ফ্লোর, গ্লাভস বিহীন কর্মীদের হাত ও ক্যাপ বিহীন মাথা, আলমারিতে তৈরিকৃত কেকে পিঁপড়া মারার ছিটানো পাউডার থাকার দায়ে ঢাকা কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকশ টিমের সহযোগিতায় উক্ত অভিযান পরিচালনাকালে নূর হোসেন রুবেল বলেন, ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।