স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের পূর্ব হোসেনপুরে মা কালী মন্দির ও লোকনাথ আশ্রমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯ তম বাৎসরিক উৎসব ও ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনামযজ্ঞ ও মহোৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়।
মা কালী মন্দির ও লোকনাথ আশ্রম কমিটির সভাপতি নয়ন মাস্টার ও সাধারণ সম্পাদক বিপ্লব সরকারের আমন্ত্রণে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টায় অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলো বাংলাদেশ। আপনাদের সভার প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও আর্থিক অনুদান প্রদান করেন। মন্দির কমিটির পক্ষ থেকে শেখ ফরিদ আহমেদ মানিক কে ফুল দিয়ে বরন করেন উৎসব কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধক্ষ মোঃ কাদের বেপারী, সাবেক কমিশনার মোঃ শাহাজান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির পরিকল্পনা বিষয়ক সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু মিয়াজী, সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন,
যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশীদ সরকার, প্রবাসীকল্যান বিষয়ক সম্পাদক জি এম শরীফুল্লাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বারেক খান বারী, সাধারণ সম্পাদক মোঃ মমিন খান, সহ সভাপতি মোঃ মোস্তফা আকন্দ, ছাত্রদলের সভাপতি মোঃ হৃদয় মাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, নাজমুল গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল খান প্রমূখ।
শ্রীশ্রী হরিনামযজ্ঞ ও মহোৎসব কমিটি ও সকল ভক্তদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মন্দির কমিটির সহ-সভাপতি ডাঃ দ্বীপন চন্দ্র সরকার।