মতলব দক্ষিণ উপজেলায় জামায়াতের কর্মী সম্মেলন

গোলাম সারওয়ার সেলিম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মজলিসে সূরা সদস্য মাওলানা আব্দুল হালিম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য অনুযায়ী দেশ গঠনে আমরা এগিয়ে যাবো। ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করছি। আমরা নিশিরাতে, দখলদারিত্বের ও ভোট চুরির নির্বাচন চাই না। সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করে নির্বাচন করে। বিগত সরকার আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়েছে। এ সরকারের কাছে আমরা সংবিধান সংস্কারের দাবী দিয়েছি। জয়বাংলার স্লোগান আর দেশের মানুষ পছন্দ করে না।

মতলব দক্ষিণ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে গতকাল ১৪ ডিসেম্বর ঐতিহ্যবাহী নিউ হোস্টেল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, দুর্নীতি নিজেরা করবো না, প্রশ্রয় দিবো এবং দুর্নীতিবাজ রাখবো না। বাংলাদেশ জামায়াতে ইসলামী দখলদায়িত্ব করে না এবং কোন দখলদারিত্ব করে রাজনীতি সুযোগ দিবো না। হিন্দুরা এই দেশের নাগরিক। এখানে কোন সংখ্যালগু ও সংখ্যাগুরু নেই। সকলেই বাংলাদেশের নাগরিক। দেশের স্বার্থে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবো।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা শাখার আমির মুহাম্মদ আব্দুর রশিদ পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন দেওয়ান, সদস্য খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী,

নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মুবিন, মতলব উত্তর উপজেলা শাখার আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাশার, চাঁদপুর জেলার সহকারী সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, কর্ম পরিষদের সদস্য মাওলানা মীর হোসাইন, খিলগাঁও থানা শাখার তারবিয়াত বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক পাটওয়ারী।

বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ কর্মপরিষদের সদস্য মুহাম্মদ বুরহান উদ্দিন, মতলব পৌরসভার আমীর মোঃ জসিম উদ্দিন প্রধান, সাবেক আমীর মুহাম্মদ মোস্তফা মিয়া, চাঁদপুর জেলা শাখার সদস্য মোঃ গোলাম মাওলা, নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন,

নারায়নপুর পৌরসভার আমীর মাওলানা মোঃ সালাহউদ্দিন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আমীর মাওলানা নজরুল ইসলাম জিহাদী, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আমীর অধ্যাপক মুহাম্মদ অলি উল্লাহ, ৫নং উপাদী উত্তর ইউনিয়নের আমীর ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ ৪৮নং ওয়ার্ডের কর্মপরিষদ সদস্য হোসাইন ফরহাদ মোল্লা, মতলব প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী রোটা. রেদওয়ান আহমেদ জাকির, ৫নং উপাদী উত্তর ইউনিয়নের সভাপতি শাহীন চৌধুরী, মতলব পৌল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ শরীফ উল্লাহ পাটওয়ারী, ১নং ওয়ার্ডের সভাপতি সাইদুর রহমান মিয়াজী, মতলব পৌরসভা যুব জামায়াতের সেক্রেটারী এমএ ইদ্রিস খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মতলব পৌরসভার কর্মপরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠান শুরুর পূর্বে ইক্বরা শিল্পী গোষ্ঠী হামদে বারী, নাতে রসুল ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। মতলব দক্ষিণ উপজেলার কর্মী সম্মলনে প্রায় ১০ সহ্রসাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর