চাঁদপুর জেলা স্কাউটস ভবন পরিদর্শন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা স্কাউটস ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির প্রধান সদস্য ও কচুয়ার কৃতিসন্তান ডা.আমিনুল ইসলাম।

গত ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে তিনি চাঁদপুর জেলা স্কাউটস ভবন পরিদর্শনে আসেন। এসময় তিনি জেলা স্কাউটসের ভবনসহ বিভিন্ন বিষয় নিয়ে জেলা স্কাউটস সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন, সহকারী পরিচালক ও সদস্য সচিব বাংলাদেশ স্কাউটস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা শাখার পূরবী সরকার শম্পা,

সদ্য বিদায়ী স্কাউটস সম্পাদক অজয় কুমার ভৌমিক সহ স্কাউটসের অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। চাঁদপুরে আগমন উপলক্ষে চাঁদপুর জেলা স্কাউটস এর পক্ষ থেকে বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির প্রধান সদস্য ও কচুয়ার কৃতিসন্তান ডা.আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে।

পরে বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির প্রধান সদস্য ও কচুয়ার কৃতিসন্তান ডা.আমিনুল ইসলাম চাঁদপুর জেলা স্কাউটস এর পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন।

সম্পর্কিত খবর