চাঁদপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে বিএনপির আলোচনা সভা

ইব্রাহিম খান : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর শনিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আক্তার মাঝি,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান ।

সভায় বক্তারা বলেন,বুদ্ধিজীবিদের যে প্রত্যাশা ছিলো তা আমাদের পূরণ করতে হবে । না হয় তাদের কাছে আমরা ঋণ থেকে যাবো । এবং তাদের কেন হত্যা করা হলো সেই ইতিহাস আমাদের জানতে হবে।আমরা সকলেই বুদ্ধিজীবি দিবসের কথা জানি।কিন্তু আমরা কয়জন বুদ্ধিজীবির নাম জানি।আমাদের প্রশ্ন স্বাধীনতার পর জহির রায়হান দেশে এসে তার ভাইয়ের লাশের জন্য আন্দোলন করেছিলো।পরে দেখা গেলো জহির রায়হানের লাশই পাওয়া যায় না।

তখনতো পাকিস্তানি বাহিনী ছিলো না তাহলে তাকে হত্যা করলো কে। সেটি জাতি জানতে চায়।

বক্তারা আরো বলেন, আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি।একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসিনি। সামনে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে।

সম্পর্কিত খবর