ফেসবুক ফেক আইডিতে অপপ্রচার করায় মতলব উত্তর থানায় জিডি

চাঁদপুর খবর রির্পোট: “চাঁদপুর আমার অহংকার এর নামে ফেসবুক ফেক আইডি ও ফেক অডিও ট্যাপ ব্যবহার করে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় মতলব উত্তর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। যার জিডি নং-৬৭৭, তারিখ: ১৩/১২/২০২৪খ্রি।

গতকাল ১৩ডিসেম্বর মতলব উত্তর থানায় জিডি করেন জনৈক ইকরাম হোসেন, পিতা: শফিকুর রহমান, মাতা: নুরুন্নাহার বেগম।

উক্ত জিডির প্রেক্ষিতে মতলব উত্তর থানার এএসআই (নিরস্ত্র) মো: মিজানুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
জিডি সূত্রে জানা গেছে, গত ১১/১২/২৪ ইং তারিখ “চাঁদপুর আমার অহংকার” নামীয় ফেক ফেসবুক আইডি থেকে প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে বিভিন্ন সাংবাদিকের নাম উল্লেখ করে মিথ্যা তথ্য সম্বলিত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে।

যাহার লিংক https://www.facebook.com/100015260626548/videos/930086172016702/।

উক্ত ফেসবুক আইডি সংক্রান্তে অনেক খোঁজখবর নিয়েও কোন তথ্য পাওয়া যায় না। যার পরিপ্রেক্ষিতে মতলব উত্তর থানায় জিডি করা হয়েছে ।

এ ছাড়াও তার আগে একটি ফেক অডিও ট্যাপ ব্যবহার করে একটি গ্রুপ ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে । তাদের মুখোস উম্মেচনেরও চেস্টা করছে পুলিশ । বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে জানানোও হয়েছে । সেই সাথে বিষয়টি জিডিতে উল্লেখ করা হয়েছে । ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবী করেছে জিডির বাদী ।

এ ব্যাপারে সেনাবাহিনী , চাঁদপুর জেলা প্রশাসক ,পুলিশ সুপার ও গোয়েন্দা বিভাগের সুদৃষ্টি কামনা করছেন জিডির আবেদনকারী ইকরাম হোসেন ।

সম্পর্কিত খবর