কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সওদাগরকে গ্রেফতার করেছে চাঁদপুরের ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রহিমানগর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করেছে বলে তার পরিবারের সদস্যরা দাবী করেন।
চাঁদপুরের ডিবি পুলিশের ওসি মো. মজিবুর রহমান গ্রেফতারের সত্যতা শিকার বলেন, তাকে চাঁদপুর সদর থানার একটি মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে শুক্রবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।