মো. হোসেন বেপারী : হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের জাকনি গ্রামে অন্যের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সোহাগ, রিপন, শিপন, মুরাদ ও সুমি বেগমের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল জাকনি আমির উদ্দিন মিজি বাড়িতে গিয়ে দেখা যায় অভিযোগ উঠা সেই সম্পত্তির উপর বসতঘর নির্মাণ করছে অভিযুক্তরা।
সম্পত্তির মালিক উম্মে সালমা আক্তারের বরাতে তাঁর স্বামী মো. মাকছুদ জানান, ইউনিয়নের জাকনী মৌজায় ৩৩৬ নং খতিয়ানে ও দলিল সূত্রে এ সম্পত্তির মালিক উম্মে সালমা। অথচ সোহাগ, রিপন, শিপন, মুরাদ ও সুমি বেগম জোরপূর্বক এ সম্পত্তি দখল করে। বাঁধা দিলে একাধিকবার মারধরের শিকার হয় তারা। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এখন আইনের মাধ্যমে সুষ্ঠু সমাধান চান ভুক্তভোগী পরিবারটি।
এদিকে অভিযুক্ত সুমি বেগম জানান, এ সম্পত্তিগত সমস্যা সমাধানের জন্য একাধিকবার বৈঠকের প্রস্তাব করা হয়েছে। তারা কেউ বসতে চায় না। বার বার বৈঠকের তারিখ নির্ধারণ করা হলে তারা আসে না, তাই বসতঘর নির্মাণ করছি।
পুলিশের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ চলমানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পুলিশ মৌখিক ভাবে বলেছে কিন্তু আদালতের কোনো আদেশ দেখায়নি। তাদের এমন নির্দেশ মানার প্রশ্নই আসেনা।
জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শন করা পুলিশের এএসআই আবুল খায়ের জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমাধানের স্বার্থে কাজ বন্ধ রাখার পরমর্শ দেই। কিন্তু তাঁরা যদি না শুনে কি করবো। এ বিষয় নিয়ে থানায় অভিযোগ হয়েছে আগেও। ওই অভিযোগের তদন্ত কর্মকর্তার সাথে আলোচনা করে সীদ্ধান্ত নিবো।