কুমিল্লা বিভাগীয় টিম নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন কমিটি না করার নির্দেশ

স্টাফ রিপোর্টার : বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের পক্ষ থেকে কোন নির্দেশনা না দেওয়া পর্যন্ত চাঁদপুর জেলায় কোন কমিটি না করার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) সারাদেশে ওয়ার্ড ইউনিয়ন পৌর উপজেলা জেলা ও মহানগর কমিটি পুনর্গঠনের জন্য ১০ টি বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করেছেন। এবং কিছু কঠোর সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় কুমিল্লা বিভাগীয় টিমের প্রধান সাবেক এমপি মন্ত্রী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিন্দু অত্র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম গত ৫ ডিসেম্বর কুমিল্লা বিভাগের ৪ টি জেলা ও কুমিল্লা মহানগর কমিটির সুপার ৫ নিয়ে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভা করেন।

উক্ত সভায় সিদ্ধান্ত গ্রহণ করেন যে খুব দ্রুত ৫ টি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক নিয়ে জরুরী সভা করে কি পদ্ধতিতে প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন পৌর উপজেলা জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন করা হবে তা তারেক রহমানের নির্দেশনা ক্রমে কার্যক্রম শুরু হবে। আমরা জানতে পেরেছি চাঁদপুর জেলার অন্তর্গত কিছু উপজেলা ও পৌর কমিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছে।

যাহা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত পরিপন্থী। এমতা অবস্থায় জেলা বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিটি উপজেলা ও পৌর কমিটিকে বিশেষভাবে অনুরোধ করছি যে কোনো ইউনিটে কমিটি গঠনের কার্যক্রম থেকে আপাতত বিরত থাকার জন্য। কোন ওয়ার্ড ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশনা আসলে সংশ্লিষ্ট সকলকে যথা শীঘ্রই জানানো হবে।

এবং ওয়ার্ড ইউনিয়ন কমিটি গঠনের সময় সরেজমিনে জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ইতিমধ্যে প্রতিটি পৌর ও উপজেলার জন্য চাঁদপুর জেলা কমিটি ৮ টি সাংগঠনিক টিম গঠন করেছে। যার কার্যক্রম শুরুর আগেই আপনাদের জানানো হবে।

সম্পর্কিত খবর