চাঁদপুর স্টেডিয়াম রোডে এমকে মাসুদ টাওয়ার নির্মাণ উপলক্ষে মিলাদ ও দোয়া

মোহাম্মদ ইব্রাহিম খান : ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র স্টেডিয়াম রোডে সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবক ও ব্যবসায়ী মাসুদ ভূঁইয়ার এমকে মাসুদ টাওয়ার এর নির্মাণ কাজ শুরু হয়েছে।

এ উপলক্ষে গত ১১ ডিসেম্বর (বুধবার) ২০২৪ খ্রিঃ তারিখ বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

এ সময় উপস্থিত ছিলেন মাসুদ ভুইয়ার ছোট ভাই মোজাম্মেল হক ভূঁইয়া ও জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠক শফিকুল আজম ভূঁইয়া।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এমকে মাসুম টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠানের মোঃ কবির চোকদার।

সম্পর্কিত খবর