চাঁদপুর পালবাজারে নিষিদ্ধ ঘোষিত ৭৪০ কেজি পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পালবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৪০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

এ অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও কোস্ট গার্ড, চাঁদপুর-এর উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে এই অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মেসার্স ফারুক ভ্যারাইটিজ স্টোর নামক এক দোকানির গোডাউন থেকে প্রায় ৫০০ কেজি এবং সোহাগ গাজী নামক এক দোকানির গোডাউন থেকে ২৪০ কেজিসহ মোট ৭৪০ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অবৈধ পলিথিন বিক্রির দায়ে এই ২ গোডাউনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর-এর সহকারী পরিচালক মো. হান্নানাও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ পলিথিনের উপর এই অভিযান এবং মোবাইল কোর্টে আইন শৃংখলা রক্ষায় চাঁদপুর কোস্ট গার্ডের একদল চৌকস দল সহযোগিতা করে। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর