সমির ভট্রাচার্য্য : গত কয়েক দিনের শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে কমেছে তাপমাত্রা। তারই ধারাবাহিকতায় বেড়েছে শীতের তীব্রতা। শীতের হিমেল হাওয়া আর তার সঙ্গে যোগ হওয়া ঘন কুয়াশার কারণে জেঁকে বসেছে শীত।
এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীত থেকে বাঁচতে নিম্নআয়ের মানুষ ছুটছেন ফুটপাতসহ বিভিন্ন মার্কেটের গরম কাপড়ের দোকানগুলোতে। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে চাঁদপুরসহ বিভিন্ন উপজেলায় বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা।
সরেজমিন ঘুরে দেখা যায়, মতলব বাজারের রথ বাজার ফুটপাত ও বিভিন্ন মার্কেট গুলোতে গরম পোশাক বিক্রির ধুম পড়েছে।
বিশেষ করে জ্যাকেট, সোয়েটার, কাটিক্যাল , কানটুপি, মোজাসহ শীতের হরেক রকম পোশাক বেচাকেনায় ব্যস্ত ব্যবসায়ীরা। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে কম দামে গরম পোশাক কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন স্বল্প আয়ের মানুষ। এসব দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যে নানা ধরনের শীতের পোশাক কিনছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যানে করে পুরনো গরম কাপড় বিক্রির ধুম পড়েছে।
মতলব রথ বাজারে গরম কাপড় কিনতে আসা রহিমা বেগম (৫২) বলেন এখানে কম দামে শীতের পোষাক পাওয়া যায় । তাই পরিবারের সকলের জন্য গরম কাপড় কিনতে এসেছি ।
ফুটপাতের কাপড় ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম, বলেন হটাৎ শীত বেড়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষের ভীর বেড়েছে । বেচাকিনা ভালই হচ্ছে ।
এদিকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ ফুটপাতের গরম কাপডের দোকানগুলোতে ভিড় জমালেও ছিন্নমূল মানুষ শীত নিবারণে পড়েছেন মহাবিপদে। তাদের শীত নিবারণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাদের প্রত্যাশা হৃদয়বানরা শীতবস্ত্র নিয়ে তাদের পাশে এসে দাঁড়াবেন।