কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা

ইব্রাহিম খান : “কৃষক বাঁচাও দেশ বাঁচাও ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা কৃষক দলের আয়োজনে গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে রেলি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী মাঠে গিয়ে শেষ হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ।

এসময় তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দল গঠনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভেবেছিলেন যারা এদেশের মানুষের খাদ্যের যোগান দেয়। তাদের বাদ দিয়ে কোন উন্নয়ন সম্ভব নয়।তাই তিনি কৃষক দল গঠন করেছিলেন। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উৎপাদন মুখি রাজনীতি করবেন।যাতে আমরা আগামী দিনে এদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে পারি।

তিনি আরো বলেন, ছাত্র সমাজ যখন আন্দোলন করেছিলো তখন বিএনপি ও তারেক রহমান সকলকে আহ্বান জানিয়েছিলো রাস্তায় নেমে আসার জন্য। তাদের ডাকে এদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিলো। যারফলে আমরা ৫ আগস্ট সফল হয়েছি।আজকেও শেখ হাসিনা হিন্দুস্থানে বসে ষড়যন্ত্র করছে।আমাদেরকে সতর্ক থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফেরদৌস পাটওয়ারী ও ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপু।

চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাঃ এনায়েত উল্লাহ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় এসময় কৃষক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি হানিফ পাটওয়ারী,সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু,সদর উপজেলা কৃষক দলের সভাপতি মজিদ মৃধা,পৌর কৃষক দলের সভাপতি আমিন মোল্লা,সাধারণ সম্পাদক শাহজাহান গাজী,

হাইমচর উপজেলা কৃষক দলের সভাপতি আবু তাহের সর্দার,মতলব পৌর কৃষক দলের আহ্বায়ক মাহবুব, মতলব উত্তর উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম,হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম,
শাহরাস্তি উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির,ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কাশেম মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

সম্পর্কিত খবর