মতলবে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

সমির ভট্টাচার্য: চাঁদপুরে মতলব দক্ষিনে মৎস অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় ২০২৪ – ২০২৫ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরন হিসাবে নিবন্ধিত সুবিধাভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়েছে ।

গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় মৎস অফিস চত্বরে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে ও সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ জাকির হোসেন, ফরিদগঞ্জ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা ফারজানা আক্তার রুমা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস কর্মকর্তা শাখাওয়াত হোসেন, নায়েরগাঁও দক্ষিন ইউনিয়ন পরিষদের সদস্য ভরত চন্দ্র দাস (সাধু) ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলামসহ সুবিধাভূগী জেলেরা । সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন ২০২৩ – ২৪ অর্থ বছরে প্রথম ধাপে ১৬ ও আজ ২য় ধাপে ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়েছে ।

জেলা মৎস কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সরকার সব সময় আপনাদের সঙ্গে আছে তাই বিকল্প কর্মসংস্থান হিসাবে এ বাছুর উপহার দিচ্ছে । আজকের এই ছোট বাছুরটি একদিন আপনাকে সাবলম্বী হতে সাহায্য করবে । তাই যত্ন সহকার লালন পালন করবেন। কোন অবস্থাতেই এ বাছুর বিক্রী করা যাবে না ।

সম্পর্কিত খবর