মাসুদ হোসেন : দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা জীবন শেষে ফুলে সজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৭নং কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা শাহানারা আক্তার।
প্রিয় শিক্ষিকার বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় বিদায় সংবর্ধনা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে অবসরজনিত সংবর্ধনা শেষে শিক্ষিকা শাহানারা আক্তারকে গাড়িতে চড়ে নিজ বাসায় পৌঁছে দেন শিক্ষার্থীরা।
এসময় তিনি গাড়িতে বসে দীর্ঘদিনের সহকর্মী, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের কাছ থেকে চোখের জলে বিদায় নেন এবং শিক্ষার্থীদের সাথে কান্নায় ভেঙ্গে পড়েন।
এর আগে বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্ণাঢ্য এ আয়োজনে পেলেন বিদায় সংবর্ধনা। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস।
তিনি তার বক্তব্যে বলেন, একজন শিক্ষককে কিভাবে সম্মান দেখাতে হয়, সেটা কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখিয়ে দিয়েছে। বিশেষ করে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিদায়ী এই শিক্ষিকা তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা আক্তার মজুমদারের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি শাহনেওয়াজ খান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সাবেক ছাত্র মোঃ শাহাজাহান পাটোয়ারী। অনুষ্ঠানে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটা মিলনমেলায় পরিণত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তারের প্রাণবন্ত সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি দাঈদ খান টুটুল, হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন ছাত্র ফরিদুল ইসলাম, প্রাক্তন ছাত্র হেদায়েত উল্লাহ খান বাদল, আবু বকর, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজিব খান, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিয়া জাহান, শিক্ষার্থী সামিয়া আক্তার। পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা শাহানারা আক্তারকে একটি স্টিলের আলমারি উপহার হিসেবে প্রদান করেন।
এছাড়াও প্রিয় শিক্ষিকার ছবি সংযুক্ত একটি দেয়ালিকা দেন প্রাক্তন শিক্ষার্থীরা। এবং বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক মো. রাজিব খান, সদস্য সচিব দাউদ খান টুটুন, সদস্য বাবুল খান, বোরহান পাটোয়ারী, ফরিদ মাস্টার, হাবিব মাষ্টার, আবু বক্কর, আহাদ খানসহ বিদ্যালয়ের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। বিদায়ী শিক্ষকের উদ্দেশ্য স্মৃতিচারন করে মানপত্র পাঠ করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ নজরুল ইসলাম।