চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মেহেদী হাসান ইন্তেকাল

মাসুদ হোসেন : চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ মেহেদী হাসান জসিম পাটোয়ারী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহির রাজীউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মান্দারী পাটোয়ারী বাড়ির মৃত শামসুল হক পাটোয়ারীর ছেলে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৫টা ৪০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত পাঁচ দিন আগে ঢাকার একটি ৩য় তলা ভবনের উপর থেকে পা পিছলে নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হলে হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকজন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার না ফেরার দেশে চলে যান মেহেদী হাসান জসিম পাটোয়ারী। পেশাগত ভাবে তিনি গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলে সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে যান। আজ বৃহস্পতিবার মরহুমের ১ম জানাজা ঢাকায়, ২য় জানাজা চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে এবং ৩য় জানাজা নিজ বাড়িতে হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সম্পর্কিত খবর